ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ  ২ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ  ২ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা। তারা হলো, দিনাজপুর সদর উপজেলার ছোট গুলগুলা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে পিকআপ চালক আরিফুল ইসলাম (৩৬) ও ঠাকুরগাঁও সদর উপজেলার রাশিদুল ইসলামের ছেলে হেলপার লিটন মাসুদ রানা (২৮)। র‌্যাব-১২'র অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সলঙ্গা থানা এলাকার অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয় এবং রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ওই ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, ১ হাজার ৯৪০ টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অভৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত